স্মার্টফোন গেম তৈরিতে এআরএমের নতুন চিপ প্রযুক্তি

বণিক বার্তা প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ১০:০৪

স্মার্টফোনের গেমকে আরো আকর্ষণীয় করে তুলতে ও ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে নতুন কিছু চিপ প্রযুক্তি উন্মোচনের ঘোষণা দিয়েছে সফটব্যাংক মালিকানাধীন ব্রিটিশ প্রযুক্তি প্রতিষ্ঠান এআরএম লিমিটেড। খবর গ্যাজেটসনাউ।


নতুন প্রযুক্তিগুলো গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) জন্য ডিজাইন করা হয়েছে। গেমের ভিডিও প্রসেসিংয়ের জন্য জিপিইউ ব্যবহার হয়। মিডিয়াটেকসহ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে চিপ ডিজাইনের ব্লুপ্রিন্ট লাইসেন্স বিক্রির মাধ্যমে এআরএম আয় করে। মোবাইল গেমিংয়ের জন্য জিপিইউর উন্নয়নের পাশাপাশি সম্প্রতি প্রতিষ্ঠানটি কম্পিউটারের প্রধান অংশ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটেও (সিপিইউ) বেশকিছু পরিবর্তন আনার কথা জানিয়েছে। দুই খাতে ব্যবহূত চিপের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের ব্যবহার কমানোর লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।


এআরএমের অন্যতম দুই গ্রাহক অ্যাপল ও কোয়ালকম ধীরে ধীরে তাদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনছে। এ পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটি মোবাইল চিপের উন্নয়নে নতুন এ পদক্ষেপ হাতে নিয়েছে। এআরএমভিত্তিক চিপগুলোর জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, সেগুলো যেন যথাযথভাবে চলে, সেজন্য অ্যাপল ও কোয়ালকম আর্মকে লাইসেন্স ফি বাবদ কিছু অর্থ দেয়। বর্তমানে প্রতিষ্ঠান দুটি চিপের জন্য গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ নিজেরাই উৎপাদন করে। এ কারণে তাদের এআরএমের ডিজাইন ব্যবহারের হার কমে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও