গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন, এ বিষয়গুলো খেয়াল রাখুন

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১৭:১০

গাছ যে ঘরে শুধু সবুজের স্নিগ্ধতা আনে তা-ই নয়, পাশাপাশি গাছ ঘরের ভেতর অক্সিজেন সরবরাহ করে, ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই বাইরে তো বটেই, ঘরেও বেশি করে গাছ লাগান। আর বর্ষাকাল গাছ লাগানোর জন্য আদর্শ সময়। বৃষ্টি হওয়ায় এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। ফলে গাছপালার শিকড়ও ডালপালা মেলতে পারে খুব সহজেই।


কেমন গাছ দিয়ে ঘর সাজাবেন? জানতে চাইলে স্থপতি সাঈদা ফজিলাতুন নাজ বলছিলেন, পাতা মোটা ও ছোট, এমন গাছ ঘরের ভেতর খুব ভালো থাকে। গাছ কেনার আগে ভালো করে জেনে নিন গাছটি ঘরের ভেতর রাখার উপযোগী কি না। মানিপ্ল্যান্ট, ফিলোডেনড্রন, পাম, ড্রেসিনা, পাতাবাহার—এসব গাছ ইনডোরে রাখার উপযোগী।


বিভিন্ন আকৃতির মাটির টব, গাছের ডাল ও পাতায় মোড়ানো টব, দড়ির টবে লাগাতে পারেন এসব গাছ। এতে পাথর, কলস ও কৃত্রিম ফুলও ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও