বাচ্চাকে দুধের সঙ্গে চিনি মিশিয়ে দেন? আদৌ কি ঠিক, জেনে নিন...
eisamay.com
প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১১:০৭
প্রতিটি ভারতীয় বাড়িতে দুধ পান করার আগে এক চামচ চিনি মিশিয়ে দেওয়া হয়। বাচ্চারা শুধু শুধু দুধ খেতে চায় না, ঘ্যানঘ্যান করে দুধ খাওয়া সময়। শিশু যখন এক বছর বয়সে গোরু বা বাইরের দুধ পান করা শুরু করে দেয়, তখন বাড়ির বড়রা তাদের দুধে চিনি যোগ করেন। সাধারণত, প্রতিটি বাড়িতেই দুধে চিনি দেওয়া হয় কারণ এর স্বাদ বেড়ে যায় যার ফলে শিশুরা সহজেই পান করে নেয়। এমনিতেই শিশুরা মিষ্টি খেতে পছন্দ করে।
অনেকে মনে করেন যে দুধে চিনি মিশিয়ে পান করলে দুধ সহজে হজম হয়ে যায়। এই কারণে অনেক মা তার বাচ্চার দুধ তৈরি করার সময় অন্তত এক চামচ চিনি মিশিয়ে দেন। যে শিশুর বোতলে দুধ খায় তাদেরও দুধে চিনি মিশিয়ে দেন মায়েরা। কিন্তু দুধে চিনি মেশালে তা কি আদৌ শিশুর জন্য উপকার হয়? এই প্রশ্নের উত্তর পাবেন এখানে।
- ট্যাগ:
- লাইফ
- শিশুর যত্ন
- শিশুর পুষ্টি নিশ্চিত