You have reached your daily news limit

Please log in to continue


মনে আছে পরীমনিকাণ্ডে বিতর্কিত পুলিশ কর্মকর্তা এডিসি গোলাম সাকলাইনকে ? এখন কোথায় তিনি ?

সুদর্শন পুলিশ কর্মকর্তা গোলাম মোহাম্মদ সাকলাইন। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি)। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির এক মামলার তদন্ত করতে গিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যান। তারপর সিসিটিভি ফুটেজ ফাঁস, দেশজুড়ে আলোড়ন। এসব খবর অনেকেরই জানা। এরপর কেটে গেছে ১০ মাস। কিন্তু পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে এডিসি সাকলায়েনের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি।

এখন কোথায় আছেন এডিসি সাকলাইন? তারা বিরুদ্ধে আদতে তদন্ত কি হয়েছিল? কিংবা তদন্ত প্রতিবেদন কি জমা দেওয়া হয়েছিল? ঢাকাটাইমস তদন্ত-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছে, তদন্ত প্রতিবেদন যথাসময়ে জমা দেওয়া হয়েছে। তবে তদন্তে কী উঠে এসেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তারা। ৩০তম বিসিএসের কর্মকর্তা গোলাম সাকলায়েন পরিমনি-কাণ্ডের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। এখন তিনি মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন