ভুয়া সিমে ‘ট্রেসলেস’ সাইবার অপরাধীরা

ঢাকা পোষ্ট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৯:০৫

প্রচলিত অপরাধের সঙ্গে সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে সাইবার অপরাধ বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সাইবার অপরাধীরা নিত্য নতুন কৌশল অবলম্বন করে এমন অপরাধ করে যাচ্ছেন। কখনও ভুয়া সরকারি কর্মকর্তা সেজে, কখনও বা ফেসবুক আইডি হ্যাক করে, আবার কখনও স্পর্শকাতর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলছে সাইবার অপরাধ।


শুধু হুমকি নয়, গুজব ছড়িয়ে ধর্মীয় উস্কানি দেওয়ার মাধ্যমে সাধারণের যৌক্তিক আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। এমন পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিগত উন্নয়ন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপরও সাইবার অপরাধীদের ঠেকাতে হিমসিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও