আঞ্চলিক মহাসড়ক নির্মাণে ধীরগতি, তীব্র যানজটে নাকাল নোয়াখালীবাসী
নোয়াখালীর সোনাপুর-বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের ৪ লেনের কাজে ধীরগতির কারণে প্রতিদিন তীব্র যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন নোয়াখালীবাসী।
গত ৫ বছরে সোনাপুর থেকে বেগমগঞ্জের গাবুয়া পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র ২ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সড়কের দত্তেরহাট থেকে গাবুয়া পর্যন্ত লেগে থাকে তীব্র যানজট।
যানজটের কারণে কর্মমুখী মানুষ, রোগী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। জেলা শহরের ব্যবসায়ী, ক্রেতা ও নাগরিক জীবনেও দেখা দিয়েছে স্থবিরতা।
সেইসঙ্গে যানজট নিরসনে স্থানীয় ট্রাফিক পুলিশের কার্যকরী কোনো ভূমিকা না থাকায় দুর্ভোগ কমছে না বলে অভিযোগ রয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার সোনাপুর-বেগমগঞ্জ চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের ৪ লেনের সাড়ে ৮ কিলোমিটার নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লি.। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি টাকা।