কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে এককাট্টা বিরোধীরা

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে কানাইয়া লাল নামের এক দরজি গত মঙ্গলবার নিজ দোকানে খুন হন। দুই খুনি—মোহাম্মদ রিয়াজ আত্তারি ও গাউস মোহাম্মদকে গত মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। ঘটনার এক দিন পর গতকাল বুধবার উদয়পুরে ইন্টারনেট সেবা ছিল শ্লথ, তবে কঠোর ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনডিটিভিসহ একাধিক ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গ্রেপ্তার দুই খুনি মঙ্গলবার কাপড় তৈরির জন্য কানাইয়া লালের দোকানে যায়। একজনের মাপ নিতে যখন কানাইয়া ব্যস্ত ছিলেন তখন অপর ব্যক্তি ছুরি বের করে কানাইয়াকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে কানাইয়ার গলায় ছুরি চালিয়ে তাঁর মুণ্ডু বিচ্ছিন্ন করা হয়। পুরো ঘটনাটি ভিডিও করে অপরজন। এরপর খুনিরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে কানাইয়ার খুনিরা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করে। তারা হত্যার দায় স্বীকার করে দ্বিতীয় আরেকটি ভিডিও আপলোড করে। সেখানে বিজেপির বরখাস্ত হওয়া মুখপাত্র নূপুর শর্মা কর্তৃক মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির সমর্থনে পোস্ট দেওয়ার অভিযোগে কানাইয়া লালকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একইভাবে হত্যার হুমকি দেওয়া হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন