শৃঙ্খলা ফিরেছে পদ্মা সেতুর যান চলাচলে

জাগো নিউজ ২৪ পদ্মা সেতু প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১৮:৫৩

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পদ্মা সেতুতে যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে। বুধবার (২৯ জন) দিনভর সেতুর দুই টোল প্লাজায় কোনো ধরনের যানজট দেখা যায়নি। স্বাচ্ছন্দ্যে সেতু পার হয়ে খুশি যাত্রী ও চালকরা।


সরেজমিনে দেখা যায়, সেতুতে যানচলাচলে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী। সেতুতে যেন কেউ অবস্থান করতে না পারে সেজন্য টহল ও টোল প্লাজায় যাত্রীদের সতর্ক করতে চলছে মাইকিং। চলাচল করতে দেওয়া হচ্ছে না কোনো মোটরসাইকেল, যারাই আসছেন টোল প্লাজার অভিমুখ থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।


মাঝে মাঝে পিকআপে করে পণ্য হিসেবে পাড়ি দিচ্ছে মোটরসাইকেল। তবে বিগত কয়েকদিনের তুলনায় মোটরসাইকেলের আগমন কমেছে অনেকাংশে। এতে ৬-৭ সেকেন্ডে টোল দিয়ে ৭-৮ মিনিটে সেতু পাড়ি দিচ্ছে বিভিন্ন যানবাহন।


ইয়ারদোস নামের এক বাস যাত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে আমরা আসলে ঠিক এ চিত্রই দেখতে চাইছিলাম। যদিও প্রথমদিন বিশৃঙ্খলা হয়েছে। কিন্তু এখন সব ঠিক। ভোগান্তি ছাড়াই এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে যেতে পারছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও