হাটে উঠেছে একটি গরু!

কালের কণ্ঠ জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১৪:২৫

কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বন্যা পরিস্থিতির কারণে প্রভাব পড়েছে ঈদবাজারে। আজ বুধবার উপজেলা সদরের পৌরশহরের হেলিপ্যাড মাঠে কোরবানির প্রথম পশুর হাট বসে।  


আজ দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, হাটে মাত্র একটি গরু উঠেছে। পশু শূন্য হাট, ক্রেতা নেই। বিক্রেতাও নেই।  


হাটে গরু নিয়ে আসা পৌর এলাকার ইকড়ছই পারুয়া বাড়ির কৃষক সিরাজুল ইসলাম জানান, কিছুক্ষণ আগে গোয়ালঘরের একটি গবাদি পশু হাটে নিয়ে এসেছি। এখনো হাটে আর কেউ গরু নিয়ে আসেননি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো কিছুটা বাজার জমতে পারে। তবে আশানুরূপ হবে না। কারণ এখনো উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার পানি রয়েছে। সড়ক যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হয়নি। মানুষ এখনো পানিবন্দি। এজন্য হাট জমবে না।  


হাটের ইজারাদার মকবুল হোসেন ভূঁইয়া জানান, কোরবানি ঈদের প্রথম পশুর হাট আজ আমরা বসিয়েছি। বন্যার কারণে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কম। তবে বিকেলের দিকে কিছুটা জমতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও