গাড়ি আমদানিতে রেকর্ড, চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলল মোংলা

ডেইলি বাংলাদেশ মোংলা বন্দর প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১৫:০৮

গাড়ি আমদানিতে রেকর্ড গড়েছে মোংলা বন্দর। চলতি ২০২১-২২ অর্থ বছরে মোংলা বন্দরে গাড়ি আমদানি হয়েছে ২০ হাজার ৮০৮টি। যা এ যাবতকালের সর্বোচ্চ। এর ফলে বিগত বছরের সব রেকর্ড ভেঙে এবার চট্টগ্রাম বন্দরকেও ছাড়িয়ে গেছে।  বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলা দিয়ে প্রথম ২০০৯ সালে ৮ হাজার ৯০৯টি গাড়ি আমদানি হয়। এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকে।


মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, চলতি অর্থ বছরে এ বন্দর দিয়ে দেশের মোট আমদানির ৬০ শতাংশ গাড়ি এসেছে। আর চট্টগ্রাম বন্দর দিয়ে এসেছে বাকিটা। ২০২১-২২ অর্থ বছরে দেশের দুই সমুদ্র বন্দরে গাড়ি আমদানি হয়েছে ৩৪ হাজার ৭৮৩টি। এরমধ্যে মোংলার মাধ্যমে ২০ হাজার ৮০৮ ও চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে ১৩ হাজার ৯১৩টি গাড়ি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও