You have reached your daily news limit

Please log in to continue


এবার আসছে ২৪০ ওয়াটের চার্জার

ভিভোর ২০০ ওয়াটের চার্জারকে পেছনে ফেলে এবার চীনেরই আরেক প্রতিষ্ঠান আনতে যাচ্ছে ২৪০ ওয়াট ক্ষমতার চার্জার। এরই মধ্যে তারা পরীক্ষামূলকভাবে চার্জারটির উৎপাদন শুরু করেছে। ২৪০ ওয়াটের চার্জিং সুবিধা পেতে তারের সাহায্যেই ফোন চার্জ করতে হবে। তারবিহীনভাবে চার্জ করতে চাইলে আরো কম ওয়াটের চার্জিং ক্ষমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।

‘ডিজিটাল চ্যাট স্টেশন’ নামে পরিচিত এক টিপস্টার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন কম্পানি এই চার্জার আনছে তা প্রকাশ করেনি। সম্প্রতি ভিভোর শাখা প্রতিষ্ঠান আইকু এমন একটি ফোন তৈরি করছে, যা ২০০ ওয়াটের চার্জিং সমর্থন করবে। ফোনটির মডেল আইকু ১০ প্রো। এতে আছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ সংবলিত প্রসেসর। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ফোনটি বাজারে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন