তিন নবজাতকের নাম দেওয়া হলো পদ্মা, সেতু ও উদ্বোধন
পদ্মা সেতুর উদ্বোধনের দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নিয়েছে তিন নবজাতক। সেতুর উদ্বোধনী দিনটি স্মরণীয় করে রাখার জন্য ওই তিন নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন। তারা সবাই ছেলেসন্তান।
পদ্মা, সেতু ও উদ্বোধন হবে এই তিন নবজাতকের ডাকনাম। নবজাতকদের বাবার নাম মিজানুর রহমান (৩৪)। পেশায় নির্মাণশ্রমিক মিজানুরের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা গ্রামে। ২৫ জুন দুপুরে মিজানুরের স্ত্রী শিউলী খাতুন (২৬) অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে দুই নবজাতকের তদারকিতে আছেন বাবা মিজানুর রহমান এবং মামি আনোয়ারা বেগম। অন্য ওয়ার্ডে মায়ের কাছে আছে অন্য নবজাতক। বাচ্চারা সবাই সুস্থ আছে বলে জানালেন মিজানুর। অস্ত্রোপচার করে সন্তানের জন্ম হওয়ায় তাঁদের কয়েক দিন হাসপাতালে থাকতে হচ্ছে। আজ সোমবার দুপুরেও তাঁরা হাসপাতালে ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নবজাতক
- নবজাতক শিশু