অধ্যক্ষের গলায় জুতার মালা: শিক্ষক-শিক্ষাবিদদের ভূমিকা নিয়ে প্রশ্ন
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় প্রকাশ্যে জুতার মালা পরিয়ে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি। তবে ব্যক্তিগতভাবে অনেকেই করেছেন।
একজন শিক্ষককে প্রকাশ্যে এভাবে নিপীড়ন করার পরেও কেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ করছে না—তা জানতে দ্য ডেইলি স্টার কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটনের সঙ্গে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ বলেন, 'দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল। নৈতিকতা, মূল্যবোধ, সহিষ্ণুতা কমে গেছে। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, জবাবদিহিতা নেই। আইনের শাসন না থাকলে এসব ঘটনা ঘটতেই থাকবে। আমরা কেউ নিরাপদে থাকতে পারবো না। রাষ্ট্রের এই বিষয়ে নজর দেওয়া উচিত।'
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলো শিক্ষক নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখছে কি না—জানতে চাইলে তিনি বলেন, 'এই ধরনের সংগঠনগুলো রাজনৈতিক বিবেচনায় কাজ করায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে। শিক্ষক সমিতিগুলো যে লক্ষ্য ও উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সেখান থেকে সরে এসেছে। যতটা কাজ করার কথা তা করছে না। নিজেদের স্বার্থে সবসময় কাজ করে। আমি নিজেই একজন নিপীড়িত শিক্ষক। আমিও শিক্ষক সমিতিকে আমার পাশে পাইনি। স্বপন কুমার বিশ্বাসের বিষয়টি নিয়ে আমার সাধারণ সম্পাদকের সঙ্গে আজ কথা বলবো।'