ওয়াকারের কারণে ক্যারিয়ার শেষ হয়েছে, অভিযোগ সাবেক পাকিস্তানি ব্যাটসম্যানের
একসময় প্রতিভাবান হিসেবেই মনে করা হতো আহমেদ শেহজাদকে। প্রতিভার স্ফুরণও ঘটিয়েছিলেন পাকিস্তানের জার্সিতে। ২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু ১৩ টেস্ট, ৮১ ওয়ানডে আর ৫৯টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেই থেমে গেছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১৯ সালে লাহোরে সর্বশেষ পাকিস্তান দলের হয়ে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।
কেন নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটল না, সে ব্যাপারে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহজাদ দোষারোপ করেছেন পাকিস্তান দলের সিনিয়র সদস্যদের। সেই সঙ্গে পাকিস্তান দলের বিভিন্ন দায়িত্বে থাকা সাবেক তারকাদেরও কাঠগড়ায় তুলেছেন। ২০১৬ সালে সে সময়ের পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিস তাঁর সম্পর্কে একটি প্রতিবেদন বোর্ডের কাছে দিয়েছিলেন। সেই প্রতিবেদন তাঁর ক্যারিয়ারকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বলেই মনে করেন শেহজাদ।