আইপিএল নিয়ে ক্ষোভ ঝাড়লেন রমিজ রাজা
যুগান্তর
প্রকাশিত: ২৬ জুন ২০২২, ১৩:৩৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে জাতীয় দলের খেলায় আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটাররা। যে কারণে আইপিএলের জন্য আন্তর্জাতিক অনেক সিরিজ বাধার মুখে পড়ছে। এ খবর সবার জানা।
এরই মধ্যে ৮ থেকে ১০ দলে উন্নীত হওয়ায় আইপিএলে খেলার সংখ্যা বেড়েছে। যে কারণে দেশের খেলায় ক্রিকেটারদের পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এদিকে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে আইপিএলে ম্যাচ আরও বাড়ানো হবে। এমনটি হলে আইপিএলকে বাড়তি উইন্ডো দিতে হবে আইসিসিকে।
আর এমন খবরে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
পরবর্তী আইসিসি আলোচনাসভায় এ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন রমিজ।