কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জি৭ সম্মেলনে যোগ দিতে জার্মানিতে জোট নেতারা

এনটিভি জার্মানি প্রকাশিত: ২৬ জুন ২০২২, ১০:০০

সাতটি ধনী দেশের জোট জি৭-এর সম্মেলনে যোগ দিতে জার্মানিতে পৌঁছেছেন জোটনেতারা। আজ রোববার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ব্যাভারিয়ান আল্পসে তিন দিনের এ শীর্ষ সম্মেলনে জোটের নেতাদের স্বাগত জানিয়েছেন।


ইউক্রেনের যুদ্ধ, এর সুদূরপ্রসারী পরিণতি, জ্বালানি ঘাটতি এবং বিশ্বজুড়ে খাদ্য সংকটের প্রেক্ষাপটকে সামনে রেখে এবারের জি৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। খবর রয়টার্সের।


এবারের সম্মেলনটি গত বছরের তুলনায় আরও অন্ধকার ভবিষ্যতের পটভূমিতে অনুষ্ঠিত হচ্ছে। যদিও করোনা মহামারির মধ্যে গত বছর সম্মেলনে ব্রিটিশ, কানাডীয়, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি ও মার্কিন নেতারা আরও ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।


উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আঘাত করছে।


এদিকে, জাতিসংঘ গত শুক্রবার একটি ‘অভূতপূর্ব বিশ্ব ক্ষুধা সংকটের’ ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে।


এবারের সম্মেলনে জি৭ নেতারা জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান চীন শক্তি এবং কর্তৃত্ববাদের উত্থান নিয়ে আলোচনা করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও