You have reached your daily news limit

Please log in to continue


ইনস্টাগ্রাম সেলফিতে বয়স যাচাই করা যাবে

বয়স শনাক্তের নতুন দুটি উপায় পরীক্ষা করছে ফটো শেয়ারি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। প্রাথমিকভাবে পরীক্ষাটি চলবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ওপর। অনলাইনে ব্যবহারকারীর পরিচিতি প্রমাণ আপলোডের অনুমতি দেওয়ার পাশাপাশি বয়স শনাক্তের নতুন দুটি উপায় পরীক্ষা করছে ইনস্টাগ্রাম। এরই মধ্যে তারা ‘ইয়োতি’র সঙ্গে চুক্তি করেছে। প্রতিষ্ঠানটি বয়স যাচাইকরণে বিশেষজ্ঞ, যা অনলাইনে ব্যবহারকারীর গোপনতা নিশ্চিত করবে। খবর রয়টার্স।

মেটার ‘ডিরেকটর অফ ডেটা গভর্নেন্স’ এরিকা ফিংকেল বলেন, আমরা যখন কোনো কিশোর অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারি, তখন আমরা তার অ্যাকাউন্টকে ডিফল্ট হিসেবে প্রাইভেট, অপরিচিত প্রাপ্তবয়স্কের ‘অবাঞ্ছিত’ যোগাযোগ রোধ এবং অ্যাকাউন্টে বিজ্ঞাপন সীমিত করার মতো সুবিধা দিয়ে তাকে তার বয়স-উপযুক্ত অভিজ্ঞতা প্রদান করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন