You have reached your daily news limit

Please log in to continue


শরীরে পদ্মা সেতু-প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন যুবক

পদ্মা সেতু উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রাখতে অভিনব কায়দায় নিজেকে সাজিয়েছেন ৩০ বছর বয়সী এক যুবক। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও পদ্মা সেতুর ছবি পেইন্টিং করেছেন নিজের পুরো শরীরে।

ওই যুবকের নাম আলীবর্দী খান। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় তার দেখা মেলে। তিনি এসেছেন ঝিনাইদহ থেকে।

আলীবর্দী খান জাগো নিউজকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অনুপ্রাণিত হয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির বহুদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ায় আমি নিজেকে অভিনব কায়দায় সাজিয়েছি। তিনি বলেন, কোনো রকম স্বার্থ ছাড়াই এ দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমি এভাবে সেজেছি।

আলীবর্দী খান বলেন, ১৮ কোটি মানুষের স্বপ্নের নাম এই পদ্মা সেতু। এই পদ্মা সেতু শুধু আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে না, এটা আমাদের অহংকার, এটা আমাদের আবেগ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও তাকে ধন্যবাদ জানাই।

শনিবার (২৫ জুন) দেশের বহু প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে সারাদেশে চলছে উৎসবের আমেজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন