You have reached your daily news limit

Please log in to continue


জার্মানির হাতে মাত্র আড়াই মাসের গ্যাস মজুদ আছে

ইউরোপের দেশ জার্মানির হাতে আর মাত্র আড়াই মাসের গ্যাস মজুদ আছে বলে জানিয়েছেন দেশটির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার। এ অবস্থায় জার্মানিতে গ্যাসের দাম তিনগুণ বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ক্লাউস মুলার জানান, সমস্যা এখনই শুরু হবে না। কিন্তু, জার্মান প্রশাসনের চিন্তার কারণ হলো, মাত্র আড়াই মাস চলার মতো গ্যাসের মজুদ তাদের হাতে থাকায় রাশিয়া থেকে জ্বালানি তথা গ্যাস না পেলে বিপাকে পড়বে দেশটি।

এদিকে, গ্যাস কিনতে যে বাড়তি দাম লাগছে, তা ক্রেতাদেরই বহন করতে হবে। খবর ডয়েচে ভেলের।

ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান বলেছেন, যদি জার্মানির কাছে গ্যাসের পুরো মজুদ থাকত, তাহলে রাশিয়ার গ্যাসের ওপর এখন নির্ভর করতে হতো না। কিন্তু, হাতে মাত্র আড়াই মাস চলার মতো গ্যাস আছে। তারপরই ট্যাংকগুলো সব খালি হয়ে যাবে।

তাঁর মতে, জার্মানিকে গ্যাস বাঁচাতে হবে এবং অন্য জায়গা থেকে গ্যাস আনার ব্যবস্থা করতে হবে। অন্য একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, গ্যাসের দাম তিনগুণ বাড়তে পারে।

বৃহস্পতিবার থেকে জরুরি গ্যাস পরিকল্পনার দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে জার্মানি। সেখানে সরবরাহকারীদের ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন