রাজধানীতে আগুনে দগ্ধ হয়ে নারী চিকিৎসক হাসপাতালে

প্রথম আলো শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ২৪ জুন ২০২২, ২০:৫৯

রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিট সড়কের একটি বাসায় অদিতী সরকার (৩৮) নামের এক নারী চিকিৎসক দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে হেয়ার স্ট্রিটের একটি বাড়ির ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।


ওই চিকিৎসককে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


অদিতী সরকারের স্বামী মনেষ মণ্ডল বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) শিশু বিভাগের রেজিস্ট্রার অদিতী। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ও আপসেট ছিলেন। আজ দুপুরে কাজ শেষে বাসায় ফিরে একটি কক্ষে যান তিনি। এরপর হঠাৎ চিৎকার শোনা যায়। পাশের কক্ষে গিয়ে দেখা যায়, তাঁর শরীরে আগুন জ্বলছে। পানি ঢেলে আগুন নেভানো হয়। এরপর ৯৯৯-এর ফোন করে একটি অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।


ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন হাওলাদার প্রথম আলোকে বলেন, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তে একটি টিম কাজ করছে। ওই নারী চিকিৎসককে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও