রপ্তানিতে উৎস কর বাড়ালে অনেক কারখানা লোকসানে চলে যাবে: পোশাকখাতের উদ্যোক্তারা
প্রস্তাবিত বাজেটে রপ্তানি খাতের জন্য কিছু ভালো উদ্যোগ নেওয়া হলেও উৎসে কর (সোর্স ট্যাক্স) দ্বিগুণ করায় এ খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, গ্যাস, বিদ্যুৎ সহ উৎপাদনের সঙ্গে যুক্ত সব কিছুর দাম বাড়ছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে রপ্তানির সোর্স ট্যাক্স দ্বিগুণ করায় যারা বর্তমানে লোকসানে আছে, তাদের লোকসান আরো বাড়বে, আর যারা একেবারে প্রান্তিক অবস্থায় রয়েছে, তারাও লোকসানে চলে যাবে। এ কারণে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে।
গত বুধবার টিবিএসের এক ওয়েবিনারে অংশ নিয়ে বর্তমান পরিস্থিতিতে এ খাতের সোর্স ট্যাক্স দ্বিগুণ করায় নিজেদের অসন্তোষের কথা জানান বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমই) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক।
ওয়েবিনারটি সঞ্চালনা করেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাহরিয়ার খান।