রায়পুরে বিএনপিতে বাড়ছে হতাশা

ডেইলি বাংলাদেশ রায়পুর প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১২:৩৮

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতাদের মাঝে বাড়ছে হতাশা। দলের প্রতিও আগ্রহ হারাচ্ছেন অনেকে। দীর্ঘ কয়েক বছর ধরে কোনো সম্মেলন না হওয়ায় কর্মীরা ঝিমিয়ে পড়েছেন বলে দাবি উপজেলার শীর্ষ নেতাদের। জানা গেছে, ২০১৪ সালে তিন বছরের মেয়াদি কমিটি পায় রায়পুর উপজেলা ও পৌর বিএনপি। কিন্তু বছরের পর বছর পার হয়ে গেলেও সম্মেলনের কোনো খবর নেই নেতাদের।


একই অবস্থা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলেরও। নেতাকর্মীরা জানান, ২০১৪ সালের ডিসেম্বরে অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারকে সভাপতি ও নাজমুল ইসলাম মিঠুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। একই সময় সাবেক মেয়র এবিএম জিলানীকে সভাপতি ও আব্দুল জাহের মিয়াজিকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের পৌর বিএনপির কমিটিও গঠন করা হয়। কিন্তু এত বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি উপজেলা ও পৌ বিএনপি নেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও