You have reached your daily news limit

Please log in to continue


শরীরে তার পেঁচিয়ে ফের আলোচনায় উরফি জাভেদ

প্রায়ই আলাদা ফ্য়াশন স্টেটমেন্ট ফলো করেন উরফি জাভেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফ্য়াশন স্টেটমেন্ট থাকে আলোচনায়। কাটা-ছেঁড়া পোশাক নিয়ে কম সমালোচিত হননা তিনি।   এখন তো উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গেছে।

সাজ পোশাক নিয়ে বরবারই পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন তিনি। অনেক ক্ষেত্রে নিজের পোশাকও নিজেই স্টাইল করেন। বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। এবার নীল রঙের তার গায়ে জড়িয়ে পোশাকের মতো করে ক্যামেরার সামনে হাজির হলেন উরফি জাভেদ। নীলরঙা তারের গোছা সারা গায়ে পেঁচিয়ে নিয়েছেন। এই জট পাকানো তারের গোছাই জড়িয়ে নিয়েছেন স্তনের উপর। তার জড়িয়েই ঢেকেছেন শরীরের নীচের অংশ।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন