তারেকের কথাতেই জিয়া-খালেদার দায় স্বীকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘হত্যার সঙ্গে জড়িত’, তাদের ছেলে তারেক রহমান তা ‘প্রমাণ করেছেন’ বঙ্গবন্ধুর খুনিদের সমর্থন দিয়ে।
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, বলেন, “আজকে তাদের কথার মধ্য দিয়ে… এরাই যে ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, বা চক্রান্তের সঙ্গে জড়িত, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া সেটা প্রমাণ করে দিয়েছে, ৭৫ এর হাতিয়ারকে সমর্থন দিয়ে অর্থাৎ খুনিদেরকে সমর্থন দিয়ে।
“কারণ এই খুনিদের বিচারের হাত থেকে মুক্ত করেছিল জিয়াউর রহমান এবং তাদেরকে পুরষ্কৃত করেছিল ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে, সেটা আইনে পরিণত করেছিল জিয়াউর রহমান এবং এদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরষ্কৃত করেছিল।”
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।