কারও সাহায্য ছাড়াই কাজ করে প্রোটিয়াস
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১১:১৮
কারও সাহায্য ছাড়াই গোডাউনে থাকা পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে প্রোটিয়াস। আশপাশের কর্মী ও বাধা শনাক্ত করতে সক্ষম হওয়ায় রোবটটির জন্য আলাদা পথ তৈরি করতে হয় না। পণ্য পরিবহনের জন্য রোবটটি তৈরি করেছে অ্যামাজন। নিজ থেকে পথ চলার পাশাপাশি সব কাজ করতে সক্ষম হওয়ায় এটিকে নিজেদের তৈরি প্রথম স্বয়ংক্রিয় রোবট হিসেবে ঘোষণা করেছে অ্যামাজন।
অ্যামাজনের তথ্যমতে, প্রোটিয়াস রোবটে উন্নত নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নিজেকে সুরক্ষিত রাখতে সামনে সবুজ আলো জ্বালিয়ে পথ চলে রোবটটি। যখনই কোনো মানুষ রশ্মির মধ্যে প্রবেশ করে, তখনই রোবটটি থেমে যায়। সামনে থাকা মানুষ সরে যাওয়ার পর পুনরায় চলতে শুরু করে। সূত্র: দ্য ভার্জ