করোনার চতুর্থ ঢেউয়ে প্রবেশ করেছে বাংলাদেশ

প্রথম আলো স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১১:০৬

দেশে প্রায় চার মাস পর এক দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। সংক্রমণ বৃদ্ধি ও নতুন উপধরন শনাক্ত হওয়ায় সংক্রমণের নতুন ঢেউ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের করণীয় নিয়ে কথা বলেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর প্রতিবেদক সাদ্দাম হোসাইন।


প্রথম আলো: দেশে করোনা (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি কী করোনার নতুন ঢেউয়ের শুরু?


বে-নজির আহমেদ: এখন যে অবস্থা চলছে, তাকে আমরা করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ বলতে পারি। এখন সংক্রমণের যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে বলা যায়, আমরা ইতিমধ্যেই চতুর্থ ঢেউয়ে প্রবেশ করেছি। এখন দেখার বিষয় এ ঢেউ কত দূর পর্যন্ত যায়।


প্রথম আলো: এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের করণীয় কী?


বে-নজির আহমেদ: এ মুহূর্তে সবচেয়ে জরুরি সংক্রমণের ধরন বিশ্লেষণ করা। বিশ্লেষণে কয়েকটি বিষয় থাকবে। প্রথমত, বের করতে হবে করোনার কোন ধরনে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এ ধরন সম্পর্কে জানতে পারলে জানা যাবে, এটি আমাদের কতটুকু ক্ষতি করতে পারে। এ ধরনের ঝুঁকি কতটা তীব্র হতে পারে, কত দ্রুত এটি ছড়াবে। এসব জানলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও