চীন-ভারতের সঙ্গে বাণিজ্য পুনর্বিন্যাস করছে রাশিয়া
পশ্চিমাদের মোকাবিলায় বাণিজ্যের ক্ষেত্রে নতুন পথে হাঁটছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদার ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্যের পথ পুনর্বিন্যাস করা হচ্ছে। কারণ পশ্চিমারা দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করতে চায়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনলাইনে ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে পুতিন বলেন, আমরা বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আমাদের বাণিজ্য প্রবাহ ও বৈদেশিক অর্থনৈতিক যোগাযোগের পুনর্বিন্যাস করার জন্য সক্রিয়ভাবে নিযুক্ত আছি।