করোনা বাড়ছে : প্রয়োজন সচেতনতা
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৮:১৯
হঠাৎ করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। এখনো পৃথিবী থেকে করোনা ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়নি। যদিও টিকাদান কর্মসূচির মাধ্যমে এই ভাইরাস অনেকটা নিয়ন্ত্রিত, তবে এখনো ভাইরাস সারা পৃথিবীজুড়েই রয়েছে। সে কারণেই এখনো প্রয়োজন করোনাভাইরাস প্রতিরোধের জন্য স্বাস্থ্য সচেতনতা।
অমিক্রন না ভিন্ন ধরন
করোনার অমিক্রন ধরনটি যাত্রা শুরু করে ২০২১ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা থেকে। ডেল্টা ধরনের পর অমিক্রন সারা পৃথিবীতে তীব্র ঝাঁকুনি দিয়ে গেছে। অমিক্রন ধরনটিও সময়ের বিবর্তনে পাল্টে ফেলেছে তার রূপ। অমিক্রন-এর বেশ কয়েকটি উপধরন ছড়িয়ে পড়েছে পৃথিবীজুড়ে। সাম্প্রতিক সময়ে কোন উপধরনটি ছড়িয়ে পড়েছে তা এখনো জানা যায়নি। তবে ধরন-উপধরন যাই হোক বাস্তবতা হলো করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে গত কয়েকদিন যাবৎ।