প্লাস্টিকের ব্যবহার কমাতে রিফিল মেশিন চালু ইউনিলিভার বাংলাদেশের
বার্তা২৪
প্রকাশিত: ২২ জুন ২০২২, ১৮:২৯
প্রযুক্তির ব্যবহার ও ভোক্তাদের অভ্যাস পরিবর্তনের সমন্বয়ের প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার অভিনব সব উদ্যোগ চালুর অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো ‘রিফিল মেশিন’চালু করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
নতুন এই মেশিনটির মাধ্যেমে ভোক্তারা রিন ও ভিম লিকুইড রিফিল করতে পারবে। খালি কনটেইনার (পাত্র), ব্যবহার করা রিন ও ভিমের পুরোনো বোতল, পানির বোতল বা বায়ুরোধী জারের মাধ্যেমে বিশেষ ছাড়ে পুনরায় পূর্ণ (রিফিল) করা যাবে এই দুটি পরিচ্ছন্নতাকারী পণ্য।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে