বন্যায় ফসলের ‘ওই রকম’ ক্ষতি হয়নি: কৃষিমন্ত্রী
দেশে এবারের বন্যায় ফসলের ‘তেমন’ ক্ষতি হয়নি জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ক্ষয় যেটুকু হয়েছে, সেটা পুষিয়ে নিতে সরকারের যথেষ্ট ‘প্রস্ততি’ আছে।
বুধবার রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের ১১ লক্ষ হেক্টর (জমিতে) আউশ আছে। সেখানে আমাদের ৫০ হাজার হেক্টরের মতো আক্রান্ত হয়েছে। কাজেই এখনো ওইরকম কোনো ক্ষতি হয়নি।”
বন্যার ক্ষয়ক্ষতি দেখে সরকার পুনর্বাসন কর্মসূচি নেবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “এখন কোনো মেজর ফসল নাই। তবে বাংলাদেশে এই সময়ে তো বন্যা দীর্ঘস্থায়ী হয়। তাহলে আমনের একটা…ই (সম্ভাবনা)… রয়েছে ক্ষতি হওয়ার। তারপর আউশও ক্ষতি হচ্ছে। এগুলা দেখে আমরা পুনর্বাসন কর্মসূচি…।”