কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাটারদের টেকনিকে সমস্যা দেখছেন দুর্জয়ও

সমকাল প্রকাশিত: ২২ জুন ২০২২, ১৩:৩১

টেস্ট ব্যাটারদের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাকিব আল হাসান। অধিনায়কের পরামর্শও ছিল টেকনিক নিয়ে কাজ করে ছন্দে ফেরার। সাকিবের মতো জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ও মনে করেন, ব্যাটারদের টেকনিকে সমস্যা আছে। 


বিসিবির এ পরিচালকও মনে করেন ভুলত্রুটি শুধরে টেকনিক্যালি নিখুঁত হবে টেস্ট ব্যাটারদের। দুর্জয়ের মতে, 'সাকিব যেটা বলেছে ঠিকই বলেছে যে, 'টেকনিক্যালি সাউন্ড ব্যাটার' নেই। কিছু বিশেষ জায়গা আছে টেস্টে, সেটা স্পিনারদের ক্ষেত্রে বলেন আর ব্যাটারদের ক্ষেত্রে বলেন। পেস বোলারদের বল সুইং করাতে হবে, স্পিনারদের টার্ন করাতে হবে।'


কন্ডিশন এবং খেলার বৈশিষ্ট্য অনুযায়ী বোলিং করতে হবে বলে মনে করেন দুর্জয়, 'ওয়ানডে, টি২০'র মতো গৎবাঁধা প্রক্রিয়ায় বল করে গেলে সেটা টেস্টে তেমন ফল দেয় না। হয়তো হোমে আমরা যে ধরনের উইকেটে খেলি... একই বল এখানে যেরকম আচরণ করে, সেটা ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকার উইকেটে একই রকম আচরণ করবে না। ওই কন্ডিশনের জন্য আমাকে আলাদা ওয়ার্কআউট করতে হবে। আলাদা কৌশল নিতে হবে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও