You have reached your daily news limit

Please log in to continue


খারকিভে জোরদার রাশিয়ার হামলা, নিহত ১৫

উত্তর-পূর্ব ইউক্রেনের শহর খারকিভে হামলা আরো জোরদার করেছে রাশিয়া। খারকিভের গভর্নর ওলেহ ভাসিলোভিচ সিনেহুবভ জানিয়েছেন, সেখানে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়ার সেনা। হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। খবর ডয়েচে ভেলের। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভের ঘটনাকে নির্মম হত্যা বলে ব্যাখ্যা করেছেন। একে তিনি যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন এবং এর জন্য রাশিয়াকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

সেই সাথে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান পশ্চিমাদের প্রতি। উল্লেখ্য, এখনো পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ছয়টি নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছে। সপ্তম প্যাকেজটি নিয়েও আলোচনা শুরু হয়েছে। খারকিভের পাশাপাশি লুহানস্কেও তীব্র লড়াই চলছে। সেখানকার গভর্নর সেরহিই গাইদাই জানিয়েছেন, সিভেরাদনেৎস্কের একটি অংশ রাশিয়া দখল করে নিলেও এখনো আজত রাসায়নিক কারখানা ঘিরে রেখেছে ইউক্রেনের সেনারা।

সেখানে প্রবল লড়াই চলছে। কারখানার ভিতর আটকে আছেন অন্তত তিনশ বেসামরিক মানুষ। সিভেরাদনেৎস্কের তোশকিভকা নামের একটি গ্রামের দখলও নিয়েছে রাশিয়া। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা দাবি, ইউক্রেনের অন্তত ১ হাজার ৫০০ বেসামরিককে একাধিক কারাগারে বন্দি করে রেখেছে রাশিয়া। বন্দিদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতারা আগামী কয়েকমাসের মধ্যে খারকিভের এলাকাগুলিতে গণভোট নেওয়ার কথা জানিয়েছেন। গণভোটের মাধ্যমেই রাশিয়ার অন্তর্ভুক্ত হবে ওই এলাকাগুলি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন