 
                    
                    মির্জা ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ আগস্ট
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ দিন ধার্য করেন। এ তথ্য মির্জা ফখরুলসহ অন্যদের আইনজীবী হান্নান ভূঁইয়া এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, ‘এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্য নেতাকর্মী হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এরই মধ্যে মামলার আসামিদের মধ্যে তিন জন মারা গেলে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে না আসায় আদালত শুনানি পিছিয়ে দেন। এছাড়া কয়েকজন আসামি পলাতক রয়েছেন।’
নথি থেকে জানা গেছে, ২০১৮ সালে বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়েছিল। পরের বছর ঢাকার সিএমএম আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                