![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/06/21/d563afbcde96baf6318022a7fedb25c6-62b1790f3f260.jpg)
একের পর এক রেকর্ড ভাঙছে ‘বিক্রম’
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ জুন ২০২২, ১৪:২৬
একের পর এক রেকর্ড ভাঙছে তামিল সুপারস্টার কমল হাসানের ‘বিক্রম’। ৩ জুন মুক্তির পর থেকে আলোচনায় এই ছবি। এস এস রাজামৌলির সুপারহিট ‘বাহুবলী টু’ ছবিকে টপকে ‘বিক্রম’ এখন তামিলনাড়ুর বক্স অফিসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, মুক্তির মাত্র ১৭ দিনেই তামিলনাড়ুতে ১৫৫ কোটি রুপি ব্যবসা করেছে ‘বিক্রম’। ১৭ দিনে ‘বাহুবলী টু’ আয় করেছিল ১৫২ কোটি রুপি। আর বিশ্বব্যাপী ‘বিক্রম’ সিনেমার আয় ৩৫০ কোটির বেশি।
লোকেশ কনগরাজ পরিচালিত অ্যাকশনধর্মী এই সিনেমা তামিলের পাশাপাশি হিন্দি, তেলুগু এবং মালয়ালম ভাষাতেও মুক্তি পেয়েছে। একাধিক রেকর্ড ভাঙায় শুভেচ্ছা আর ভালোবাসার জোয়ারে ভাসছেন অভিনেতা কমল হাসান।
- ট্যাগ:
- বিনোদন
- রেকর্ড
- সিনেমা মুক্তি
- কমল হাসান