বার্সেলোনায় খেলতে ‘পাগল’ হয়ে আছেন রোনালদো সতীর্থ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ জুন ২০২২, ১০:১৪
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তিনি খেলেন পর্তুগাল জাতীয় দলে। তবে তার ‘স্বপ্ন’ বার্সেলোনাতে খেলার, সেজন্যে পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা রীতিমতো ‘পাগলই’ হয়ে আছেন, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। বার্সেলোনাও চলতি দলবদলে তাকে দলে ভেড়াতে চাইছে। সবশেষ খবর, এ বিষয়ে কোচ পেপ গার্দিওলার মৌখিক সম্মতিও পেয়ে গেছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।
সবশেষ বার্ষিক সাধারণ সভায় সব মিলিয়ে প্রায় ৮০০০ কোটি টাকার আর্থিক চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছেন বার্সেলোনার সদস্যরা। এর পর থেকেই কাতালান ক্লাবটিতে বইছে দুঃসময় পেছনে ফেলার হাতছানি। চলতি দলবদলে বড় পরিবর্তনের আভাসও মিলছে তাতে। সেই সম্মতির পর থেকেই বার্নার্ডোকে বার্সেলোনায় নিয়ে যাওয়ার গুঞ্জন পেয়েছে নতুন মাত্রা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে
১ বছর আগে