ঈদের প্রভাব নেই প্রবাস আয়ে
কালের কণ্ঠ
প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৮:৪০
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির অন্যতম বৃহৎ উৎস প্রবাস আয়। তাই প্রবাস আয় বা রেমিট্যান্স বাড়াতে সরকার প্রণোদনাসহ নানা ছাড় দিচ্ছে। কিন্তু তাতেও রেমিট্যান্সপ্রবাহ বাড়ছে না। এমনকি আসছে ঈদ ঘিরে প্রত্যাশিত আয় আসছে না।
চলতি জুনের প্রথম ১৬ দিনে ৯৬ কোটি ৪১ লাখ (৯৬৪ মিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ৯৩ টাকা ধরে) যার পরিমাণ আট হাজার ৯৬৭ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাস আয়ের পরিমাণ ১৮০ কোটি ডলার হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের চেয়ে খোলাবাজারে ডলারের দামের ব্যবধান বেশি থাকলে বৈধ চ্যানেলের চেয়ে হুন্ডিতে রেমিট্যান্স বেশি আসে। বর্তমানে এক ডলার রেমিট্যান্সের বিপরীতে ব্যাংক ৯৩-৯৪ টাকা দিচ্ছে। সঙ্গে যোগ হচ্ছে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা। সব মিলিয়ে গ্রাহক ৯৫ থেকে ৯৬ টাকা পান।