কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরিবর্তিত জলবায়ুর ভবিষ্যতের খামার

দৈনিক আমাদের সময় শাইখ সিরাজ প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৮:৪৬

আমি যখন এই লেখা লিখতে বসেছি, তখন সুনামগঞ্জ ও সিলেট নিমজ্জিত স্মরণকালের বন্যায়। বানভাসিদের অনেকে বলছেন, গত ১২২ বছরেও নাকি এমন বন্যা দেখেননি। সুনামগঞ্জ দুদিন আগেই সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যার কারণে। বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিমুহূর্তে কথা হচ্ছে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধিদের সঙ্গে। ঢাকা থেকে বিশেষ নিউজ টিম পাঠিয়েছি নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটের সংবাদ সংগ্রহের জন্য।


গত রবিবার সিলেট প্রতিনিধি জানিয়েছিলেন, লাগাতার বৃষ্টির কারণে সেখানকার বন্যার ভয়াবহতা বেড়েই চলেছে। ঢলের পানির পাশাপাশি অবিরাম বর্ষণে লাখো মানুষ পানিবন্দি হয়ে আছে, ডুবে গেছে সড়ক ও রেলপথ। সাব-স্টেশনগুলোয় পানি ওঠায় সিলেটে সাময়িকভাবে বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। হাসপাতাল, সড়ক, বাসাবাড়ি সবখানেই পানি। বন্যার পানি ঢুকে পড়েছে রেলস্টেশনে। ফলে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। স্টেশনে গিয়ে আটকা পড়েছেন অনেক যাত্রী। ঢাকা-সিলেট রুটে ট্রেন চলছে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন পর্যন্ত। ওসমানী বিমানবন্দরের রানওয়ে জলমগ্ন। বন্ধ রয়েছে বিমানের ওঠানামা। লন্ডন ফ্লাইটের শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে। এখন সিলেটও কার্যত বিচ্ছিন্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও