কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্যোগে মানুষের পাশে নেই বিএনপি: তথ্যমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২২, ২২:৩৭

দুর্যোগের সময় বিএনপি মানুষের পাশে নেই বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, রাজনীতি মানুষ, দেশ ও সমাজের কল্যাণের জন্য হলেও বিএনপি প্রেসক্লাব ও দলীয় কার্যালয়ে বসে বিবৃতি দেয়। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, বিএনপির নেতারা করোনাকালেও মানুষের পাশে দাঁড়ায়নি। তখনো আমাদের দলের নেতা-কর্মীরাই মানুষের পাশে দাঁড়িয়েছিল। ত্রাণ তৎপরতায় এবং স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণে আমাদের দলের নেতা-কর্মীরাই ঝাঁপিয়ে পড়েছিল। সে কারণে মন্ত্রিসভার সদস্যসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ জন সদস্যের মধ্যে পাঁচজন, উপদেষ্টামণ্ডলীর অনেকে এবং সংসদ সদস্যও মৃত্যুবরণ করেছে। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায় না। তারা করোনাকালে শুধু ফটোসেশন করেছে।’


বন্যা নিয়ে বিএনপির বিভিন্ন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতি মানুষের কল্যাণের জন্য, দেশ ও সমাজের সেবার জন্য। কিন্তু বন্যার মধ্যেও বিএনপির নেতারা ঢাকার নয়াপল্টন, প্রেসক্লাব, দলীয় কার্যালয়ে বসে বসে শুধু বিবৃতি দেয়, বাগাড়ম্বর করে, দুর্গতদের পাশে নেই। এখন হয়তো আমাদের বক্তব্যের পর তারা কিছু ফটোসেশন করবে। কিন্তু সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়াবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও