তিতের চোখে নেইমার-ভিনিসিয়ুসের মাঝে কে সেরা?

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ জুন ২০২২, ১৯:২৬

গত  এক দশক ধরে ব্রাজিলের হয়ে তারকাখ্যাতির শীর্ষে আছেন নেইমার। ইতোমধ্যেই দুটি বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে ব্রাজিল তাদের বহু আরাধ্য হেক্সা শিরোপা জিততে পারেনি। নেইমারের পাশাপাশি উঠতি তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে আসন্ন কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ব্রাজিল কোচ তিতে এই দুই তারকাকে কেমন দৃষ্টিতে দেখছেন? তার চোখে এই দুজনের মাঝে কে সেরা?


'দ্য গার্ডিয়ান'কে দেওয়া সাক্ষাতকারে এমন প্রশ্নের জবাবে তিতে বলেন, 'নেইমার নেইমারই। ওর তুলনা ও নিজে। ও আমাদের সবচেয়ে বড় তারকা। কিন্তু এখন সবচেয়ে বড় তারকার দ্যুতিটাও একটু ম্লান মনে হয়; কারণ আশেপাশের তারাগুলোও বেশ ভালোভাবে জ্বলছে। ভিনিসিয়ুসও অমনই এক তারা। নেইমারের শ্রেষ্ঠত্ব হলো, সে নিজে এই ব্যাপারটা বোঝে। আর বোঝে বলেই তরুণদের উন্নতির ব্যাপারে সবসময় সাহায্য করে। সময়ের সঙ্গে সঙ্গে নেইমার আরও পরিণত হয়েছে। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও