কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

বিডি নিউজ ২৪ ফুলগাজী প্রকাশিত: ২০ জুন ২০২২, ১৮:২১

টানা বর্ষণ এবং আকস্মিক পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দশ গ্রামে পানি ঢুকেছে।


পানি আরও বাড়ার শঙ্কার কথা জানিয়ে ফেনী পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি কমলে তবেই বাঁধের স্থায়ী মেরামত সম্ভব।


ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম জানান, পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেড়িবাঁধের ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া রতন মেম্বারের বাড়ির কছে, সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর সেকান্তর মাস্টার বাড়ি সংলগ্ন অংশ এবং একই ইউনিয়নের দেড়পাড়ার অংশ হঠাৎ ভেঙে যায়। এতে ফুলগাজী বাজারের প্রধান সড়ক দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে।


এ ছাড়া সদর ইউনিয়নের দেড়পাড়া, নিলক্ষী, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও বৈরাগপুর, দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া ও বসন্তপুরসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর জানান ইউপি চেয়ারম্যান মো. সেলিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও