কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৪৩তম বিসিএসের প্রিলিমিনারি ফল চলতি মাসেই

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘৪৩তম প্রিলিমিনারির ফল চলতি মাসেই প্রকাশ করা হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। এতে এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন চার লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। শুরুতে আবেদনের শেষ সময় গত বছরের ৩১ জানুয়ারি করা হলেও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ওই বছরের ৩১ মার্চ পর্যন্ত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন