এক ফোনে ফল পাল্টে যাওয়া একেবারে অসম্ভব: সিইসি
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল এক ফোনে পাল্টানো হয়েছে এমন বক্তব্যকে গুজব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘এটা একেবারে অসম্ভব।’
আজ সোমবার রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গত ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে মাত্র ৩৪৩ ভোটে পরাজয় বরণ করতে হয় দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে। ১০৫টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর হঠাৎ কোনো কারণ ছাড়াই ফল ঘোষণা স্থগিত রাখা হয় এবং শেষ মূহুর্তে একটি ফোনে ফল পরিবর্তনের অভিযোগ তোলেন সাক্কু ও তাঁর সমর্থকেরা।
ফল পরিবর্তনের অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা রাত আটটা পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করেছি। কোনো বিপর্যয় দেখিনি। সিসি টিভির মাধ্যমে আমরা কিন্তু সার্বিক পরিস্থিতি দেখছিলাম। কিন্তু একটা টেলিফোনে ফলাফল পাল্টে গেলো, এমন একটি কথা শোনা যাচ্ছে। শেষ মূহুর্তে একটা ফোনে ফল পাল্টে যায়, এটা একেবারে অসম্ভব। একটা বা দুইটা টেলিফোন আমি নিজেও করেছিলাম। আমাদের রিটার্নিং অফিসার আমাকে খুব বিপর্যস্ত অবস্থায় ফোন করে বললেন—আমি বিপদে পড়েছি। সে সময় আমি সেখানে প্রচন্ড শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি ভাবলাম তাকে মারধর করা হচ্ছে।’