এমবাপ্পের কড়া জবাবের পর ভুল স্বীকার ফ্রান্সের ফুটবল-প্রধানের

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২২, ১১:২৯

কিলিয়ান এমবাপ্পে এখন যেন শুধু বিতর্কের কেন্দ্রেই থাকছেন।


রিয়াল মাদ্রিদে না গিয়ে তাঁর পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত ভালোভাবে নেননি অনেকে। এর মধ্যে কদিন আগে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বললেন, তিনি যে এমবাপ্পেকে চেয়েছেন, এই এমবাপ্পে সেই এমবাপ্পে নন। পিএসজিতে থাকার চুক্তির বদলে পিএসজির ক্রীড়াবিষয়ক সিদ্ধান্তেও এমবাপ্পেরই হাত থাকবে, এমন গুঞ্জনও ছড়িয়েছে। এমবাপ্পে অমুক খেলোয়াড়কে চান, তমুক খেলোয়াড়কে ক্লাবে চান না—এমন এক খবর দেখে মাঝে এমবাপ্পে নিজেই সেই খবরের লিংক দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ভুয়া খবর।’


এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গেও খিটিমিটি লেগে গেল এমবাপ্পের। গত ইউরোতে ব্যর্থতার পর পিএসজির ফরাসি ফরোয়ার্ড ফ্রান্স দলে খেলতে চাননি জানিয়ে সেটির যে কারণ দেখিয়েছিলেন ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান নোয়েল লো গ্রায়েত, সেটির কড়া জবাব এমবাপ্পে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।


তবে এরপর আবার লো গ্রায়েত পুরোপুরি সুর বদলে ফেলেছেন। এমবাপ্পের টুইটের পর ভুল স্বীকার করে ফ্রান্সের ফুটবল-প্রধান বললেন, এমবাপ্পের সঙ্গে সব মিটমাট হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও