দুই শিশুকন্যাকে নিয়ে নদীতে ঝাঁপ মায়ের, বেঁচে ফিরল শুধু বড় মেয়ে
স্বামী মারা গেছেন তিন বছর আগে। স্বামীর মৃত্যুর পর দুই শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন আরিফা খাতুন (৪০)। বড় মেয়ের বয়স নয় বছর। ছোটটি প্রায় আট বছরের। ভাইদের অনুগ্রহে দুই মেয়েকে নিয়ে টেনেটুনে দিন চলছিল তাঁর। বছর না ঘুরতেই ভাইয়েরাও আকারে ইঙ্গিতে বিরক্তি প্রকাশ করতে থাকেন। নানা চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আরিফা।
আজ রোববার দুপুরে দুই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন আরিফা। ছোট মেয়েটিসহ তিনি এখনো নিখোঁজ। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও টঙ্গীর ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করছে। বড় মেয়েকে উদ্ধার করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী বাজারের পাশে সিংহশ্রী দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার পাশে।
আরিফা খাতুন (৪০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বিবাদিয়া গ্ৰামের মোহাম্মদ আলীর (মোয়া মুন্সী) ছোট মেয়ে এবং নারায়ণগঞ্জের মাদানীগড় এলাকার আব্দুল মালেকের (মৃত) স্ত্রী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আত্মহত্যা
- মায়ের আত্মহত্যা