কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যুদ্ধ বছরের পর বছর চলতে পারে, ন্যাটো মহাসচিবের সতর্কতা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 


ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ পশ্চিমাদের উদ্দেশ্যে বলেছেন, যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতে পারে। ইউক্রেনকে সহায়তা দিয়ে যেতে হবে। যুদ্ধের খরচ অনেক বেশি। তবে মস্কোকে সামরিক লক্ষ্য অর্জন করতে দেওয়ার মূল্যের চেয়ে বেশি নয়। 

নবিবিসি বলছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করেছেন। বরিস জনসনের সতর্কতার পরই ন্যাটো মহাসচিবের পক্ষ থেকে এমন সতর্কতা এল। দুজনই বলছেন, ইউক্রেনকে বিজয়ী করতে পশ্চিমাদের আরও বেশি অস্ত্র সহায়তা দিতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন