রিয়ালকে ‘প্রধান শত্রুই’ বানিয়ে বসেছে পিএসজি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ জুন ২০২২, ১৯:২৬

শেষ কিছু দিনে রিয়াল মাদ্রিদকে যেন রীতিমতো ‘শত্রু’ জ্ঞান করা শুরু করেছে পিএসজি। এমবাপেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে না দিয়ে একটা ‘ক্ষতি’ করেই রেখেছিল দলটি। স্প্যানিশ সংবাদমাধ্যম এবার জানাচ্ছে, আরও একাধিকবার রিয়ালকে এমন ক্ষতির চেষ্টা করেছে মেসি-নেইমারদের দল।


সপ্তাহখানেক আগে ভিনিসিয়াস জুনিয়রকে নতুন চুক্তি দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে যেন চুক্তি নবায়ন না করেন, সেজন্য ফরাসি দলটি তাকে প্রস্তাব দিয়েছিল প্রতি মৌসুমে ৪০০ কোটি টাকার। এই অঙ্কে রাজি হলে বর্তমান বেতন থেকে ১২ গুণ, আর নতুন চুক্তির চার গুণ বেশি অর্থ পেতেন ভিনিসিয়াস।


এই খবর যে রিয়াল মাদ্রিদও জানতো না, বিষয়টা মোটেও তেমন নয়। সম্প্রতি এল চিরিঙ্গিতোকে দেওয়া এক সাক্ষাৎকারে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, ভিনিসিয়াসের কাছে অনেকগুলো চুক্তির প্রস্তাব ছিল, কিন্তু তিনি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়ালেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও