যেখানে ব্যাংক বন্ধ, সেখানে নিকটবর্তী শাখা থেকে জরুরি সেবার নির্দেশ

প্রথম আলো প্রকাশিত: ১৯ জুন ২০২২, ১৭:৩০

বন্যার কারণে যেসব জেলার ব্যাংকের শাখা ও উপশাখায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না, সেগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


তবে ওই সব শাখা বা উপশাখার গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার সকালে বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।


নির্দেশনায় বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলায় নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
সিলেট ও সুনামগঞ্জের ব্যাংকগুলো আজ খোলেনি

এতে যেসব ব্যাংকের শাখা–উপশাখার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেসব শাখা–উপশাখা বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট শাখা–উপশাখার কার্যক্রম চালু করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও