জলযানসংকটে সব জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না: সিলেটের ডিসি

প্রথম আলো সিলেট জেলা প্রকাশিত: ১৯ জুন ২০২২, ১৬:০৯

জলযানের সংকটের কারণে সিলেটের বন্যাদুর্গত সব জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. মজিবর রহমান। তিনি আজ রোববার প্রথম আলোকে এ কথা বলেন।

সিলেটের ডিসি মো. মজিবর রহমান বলেন, গতকাল শনিবার বিকেল পর্যন্ত বন্যার পানিতে আটকে পড়া সিলেটের প্রায় এক হাজার মানুষকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছেন। এ ছাড়া বন্যাকবলিত এলাকায় সরকার পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দিয়েছে। নতুন করে সিলেটের জন্য আরও ৫০ লাখ টাকা বরাদ্দ এসেছে। তবে সমস্যা হচ্ছে, জলযানের সংকটে সব জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তবে স্থানীয় প্রশাসন এ পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে চেষ্টা করছে।


সিলেটে গত বৃহস্পতিবার রাত থেকে উজানের ঢল ও বৃষ্টিতে সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত হতে থাকে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা বন্যায় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও