শিশুর সঙ্গে যোগাযোগ তৈরি করবেন যেভাবে
সন্তানপালনের সবচেয়ে কষ্টকর দিক হল যোগাযোগ। কীভাবে কথা বললে সে আপনার কথা শুনবে এবং কীভাবে আপনি আগ্রহ দেখালে সে তার মনের কথা খুলে বলবে এটা অনেক বাবা-মাই বুঝতে পারেন না৷ সেক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণ করলেই সঙ্গে সে আপনার সঙ্গে কমিউনিকেট করবে। যেমন-
মন দিয়ে সব কথা শুনুন: শিশু কোনও কিছু আগ্রহ নিয়ে বলতে শুরু করলে সেটা এড়িয়ে যাবেন না৷ সেটা যতই অর্থহীন হোক, মন দিয়ে শোনার চেষ্টা করুন৷ টিভি দেখতে দেখতে বা বাড়ির অন্য কাজ করতে করতে শিশুর কথা শুনবেন না৷ এতে শিশুর মনে হবে আপনি তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না৷
শিশুর আবেগকে গুরুত্ব দিন: শিশু যখন কিছু বলছে তখন শুধু শুনতে হয় বলেই শুনবেন না৷ বরং মাঝে মাঝে প্রশ্ন করুন, উচ্ছ্বাস প্রকাশ করুন, আগ্রহ দেখান৷
সব সময় প্রশ্ন করবেন না : সে পড়েছে কিনা, খেয়েছে কিনা, স্কুলে ভালো ব্যবহার করেছে কিনা এসব প্রশ্ন একাধিকবার করবেন না৷ শিশুকে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা দিন৷ কোনও সমস্যা হলে সে নিজেই আপনাকে বলবে৷ সে যা করছে বা করতে চাইছে, আপনি শুধু বাবা-মা বলে তাকে না বলবেন না। এতে শিশুর মন খারাপ হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- যোগাযোগ
- সন্তান পালন