আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে ২১৭ কোটি রুপি ব্যয় পাকিস্তানের
অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে দিয়ে শুরু হয়েছিল, দক্ষিণ আফ্রিকাও ঘুরে এসেছে পাকিস্তান। এসব ব্যাপারে নাক উঁচু অস্ট্রেলিয়াও কদিন আগেই পূর্ণাঙ্গ সফর করে এসেছে। ইংল্যান্ড-নিউজিল্যান্ডও খুব শিগগির পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আতিথ্য নেবে।
আন্তর্জাতিক ক্রিকেটকে দেশে ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে পিসিবি। এ জন্য তাই ব্যয়টা অনেক বেশি করতে হয়েছে তাদের। শুধু নিরাপত্তার জন্য সামরিক ও আধা সামরিক বাহিনীর জন্য ৮১ কোটি ৩০ লাখ পাকিস্তানি রুপি খরচ করেছে পাঞ্জাব রাজ্য সরকার। শাদাবের স্বপ্নের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই পাকিস্তানের
ঘরের মাঠে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করেই আন্তর্জাতিক অঙ্গনের তারকাদের দেশে টেনেছে পাকিস্তান। পিএসএলে বিদেশি তারকাদের অভিজ্ঞতাকে পুঁজি করে তারা আন্তর্জাতিক ক্রিকেটও ফেরাতে সক্ষম হয়েছে। কিন্তু সেটা নিশ্চিত করতে পাঞ্জাব সরকার ২১৭ কোটি পাকিস্তানি রুপি খরচ করেছে।